নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে জেলা মহিলা দলের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ শহরস্থ হরি কিশোর রায় রোড বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রোকনুজ্জামান রোকনসহ ময়মনসিংহ মহিলা দলের বিভিন্ন নেতারা।