নিজস্ব সংবাদদাতা : কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন, নবীন বরণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি জেলা প্রশাসক মুফিদুল আলম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। এছাড়া আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল্লাহ বিন সুরুজ, এএম আসাদউল্লাহ আসাদ, ডা. দোলোয়ার হোসেন প্রমূখ।

প্রধান অতিথি ফিতা কেটে কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় কামিল ১ম পর্ব নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।