আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে যুগের পর যুগ ধরে চলে আসা দোররা বা চাবুক মারার প্রথ বিলুপ্ত হতে যাচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় দোররার পরিবর্তে কারাদন্ড বা জারিমানার মতো শাস্তির বিধান চালু করা হবে।

দেশটিনর বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আসা আইনি নথিপত্রের বরাত দিয়ে রোববার (২৬ এপ্রিল) এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির মানবাধিকার পরিস্থিতি সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে। আর দেশটির বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে এটি করা হচ্ছে।

সৌদিতে চাবুক মারার বিষয়ে শেষবার বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেছিল ২০১৫ সালে। ওই বছর বন্টগার রাইফ বাদাউইকে সাইবার অপরাধ এবং ইসলাম অবমাননার দায়ে জনসম্মুখে চাবুক মারা হয়েছিল।