গৌরীপুর প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীপুর বাগানবাড়ি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মোঃ শামছুল হক (ভিপি শামছু)।

প্রধান বক্তা ছিলেন- গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন সরকার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস মৃধার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোফাক্কারুল ইসলাম।

এছাড়াও সভায় গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোঃ বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।