ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ভাল ডাক্তার হয়ে দুস্থ্যদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এবছর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত জাহান ইভা। সে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে।
তার গ্রামের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে মরিচারচর। বাবা আমিনুল ইসলাম মধ্যবিত্ত পরিবারের সল্পআয়ের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। চার বোনের মধ্যে সে দ্বিতীয়। ইভা পঞ্চল ও ৮ম শ্রেণিতে ট্যালেনফুলে বুত্তি লাভ করে।ময়মনসিংহের সৈয়দ নজরুল কলেজ থেকে মেধা তালিকায়ও সে বৃত্তি লাভ পায়।
ইভা জানায়, বাবর টানাপোরনের সংসারে থেকেও সে সাফল্য অর্জন করেছে। মা-বাবা ও শিক্ষকদের অনুপ্রেরনাই তার এ সাফল্য। সে একজন ভাল ডাক্তার হয়ে দেশের দুস্থ্য অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়।
ইভার বাবা আমিনুল ইসলাম জানান, অল্প বেতনে একটি পেট্রোল পাম্পে কাজ করে ও পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করে অনেক কষ্টে সন্তানদের লেখাপড়ার পেচনে খরচ করছি। চার সন্তানে লেখাপড়ার খরচ চালাতে বর্তমানে তাকে হিমসিম খেতে হচ্ছে। ইভা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। তবে ডাক্তারী পড়ার খরচ চালিয়ে যাওয়া নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।