হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার গাবরাখালী পর্যটন কেন্দ্রে পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন করেন পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম আতিক।
শুক্রবার সকালে পৌরসভার হাজারো মানুষ নিয়ে গাবরাখালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সকলে উনাকে পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তাদের সমর্থন জানান।
অনুষ্ঠানে আতিকুল ইসলাম আতিক বলেন, দীর্ঘদিন ধরে হালুয়াঘাট পৌরসভা কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের এলাকার জনগন খুবই আন্তরিক। তারা চায় একজন ভালো মানুষ পৌরসভার মেয়র হোক। তাই তারা আমাকে মেয়র হিসেবে চাচ্ছে। আমি পৌর পিতা হতে আসি নাই, সেবক হতে এসেছি। জনগন যদি আমাকে সর্মথন করে, তাহলে আমি পৌরসভাকে নতুন করে সাজাতে চাই। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। আমি পরিকল্পনার অনুযায়ী পৌরসভার উন্নয়নে কাজ করবো।