ইটনা প্রতিনিধি: জেলার ইটনায় উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারী সকাল ১০টায় ইটনা দারুল কুরআন সিদ্দিকীয়া হাফিজিয়া মাদরাসায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজগণ অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলার শাখার আয়োজনে তিনটি শাখায় বিভক্ত করে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝ থেকে শ্রেষ্ট প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলা শাখার সুপারভাইজার মোঃ একিন আলী হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।








