নিজস্ব সংবাদদাতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মই বেয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল আহমেদ জনি নামের এক শিক্ষার্থী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে নজরুল বিশ্ববিদ্যালয়ে। এ সময় বিপ্লবী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট মুজির পরিবারের স্মৃতি ধারক সকল স্থাপনা ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। পরে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে শেখ মুজিবুর রহমান হলের 'মুজিব' ম্যুরাল ভাঙার পর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শাহজালাল আহমেদ জনি ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী। বঙ্গমাতা হলের শেখ ফজিলাতুন্নেছার ম্যুরাল ও নামফলক ভেঙে দেওয়ার জন্য নারী শিক্ষার্থীদের হলটির সামনে গেলে ভেতর থেকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। নারী শিক্ষার্থীদের তোপের মুখে মই ব্যবহার করে শুরু হয় নামফলক ভাঙার কাজ। এ সময় উভয়পক্ষের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন জনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মিজানুর বলেন, রাতে শিক্ষার্থী শেখ মুজিবের ম্যুরাল ও বঙ্গমাতা হলের শেখ ফজিলাতুন্নেছার ম্যুরাল ও নামফলক ভেঙে দিয়েছে।