মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয় ।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় শুরু হয়ে তিনটায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ।

বিকাল সাড়ে তিনটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী, লিফট ইনচার্জ রাখাল চন্দ্র কর, সিনিয়র শিক্ষক মির্জা বায়েজীদ আহমেদ, সাংবাদিকদের মধ্যে মোঃ কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের ২০ টি ইভেন্ট ছিল । শিক্ষার্থী সাবিহা ইসলাম, তাসলিমা আক্তার ও আল রাফির উপস্থাপনায় সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।

তৃতীয় পর্বে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী, শিফট ইনচার্জ রাখাল চন্দ্র কর, সাংস্কৃতিক সম্পাদক মির্জা বায়েজীদ আহমেদ, প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আরিফ জুয়েল প্রমুখ।