জামালপুর সংবাদদাতা: মাইক দিয়ে গান বাজিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সির্জা আজমের বাড়ীতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী শাওনের গ্রামের বাড়ির দুই তলা ভবনে অগ্নিসংযোগ করে বোলডুজার কর্মসূচি পালন করেন।
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সদর উপজেলার নরুন্দি এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে রাত ৭ টার দিকে জামালপুর পৌর শহরে বকুলতলা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে মাইকে গান বাজিয়ে দুই তলা ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পরে রাত সাতটার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা প্রথমে মির্জা আজমের পরিত্যক্ত ভবনে ইটপাটকেল ও ভাঙচুর শুরু করে। এর এক পর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুদ্ধ ছাত্র-জনতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও মির্জা আজমের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হয়। পরে ভবন ভাঙার জন্যে এক্সকাভেটর আনা হয়। কিন্তু ভবন আর ভাঙা হয়নি। পরে এক্সকাভেটর চলে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ছাত্র জনতার উদ্দেশ্য ভাসান দেওয়ার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের উদ্দেশ্য ভাষন দেয়। সেই থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে বাড়ি ভাঙচুর করে ও আগুন দেয়। পরে আমরা এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি।
এ বিষয়ে জামালপুর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক বলেন, বিষয়টি শুনেছি, তবে কে বা করার করেছে বলা যাচ্ছে না।