গোলাম রব্বানী টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাবার ড্যাম মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবার ৬ একর জমি ইরি বোরো আবাদের আওতায় এসেছে।
২০১৩ সালে সমিতি স্থাপিত হয়ে পাহাড়ি এলাকায় কৃষকরদের পানি সংকট সমাধান করে আসছে সমিতিটির সদস্যরা। এবার সাবেক কমিটির মেয়াদ ও নিয়মিত এজিএম না করার দায়ে উপজেলা সমবায় অধিদপ্তর থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটি দায়িত্বভার নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ একটি বাঁধ ২ লাখ টাকা ব্যায়ে আবাদের জন্যে মেরামত করেন। জাইকা প্রবল্পের মাধ্যমে ৩টি পানির হাউজ তৈরী করার ফলে যার মাধ্যমে অতিতের রেকর্ড ভেঙে এবার ৬শ একর জমি ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি ফজলুল করিম ও অন্যান্য সদস্যরা জানান, আমরা দায়িত্ব নিয়ে কৃষকের কথা চিন্তা করে সমিতির অর্থায়নে একটি বাঁধ র্নিমাণ করেছি ও জাইকার ৩টি পানির হাউজ নতুন করে এবারের ইরি বোরো আবাদে চালু করা হবে যার কারণে ৬শ একর জমি ইরি বোরো আবাদের চাষ হবে বলে তারা জানান।
রাবার ড্যামটি ৩ হাজার একর জমিতে পানি দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করে ওই সময়ে স্থাপন করা হয়েছে। অপরদিকে আজও কিছু কাজ ও দেখভালের অভাবে সকল জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না বলে ভূক্তভোগী কৃষকরা জানিয়েছেন।