মুক্তাগাছা সংবাদদাতা : মুক্তাগাছা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাঈদ উজ-জামান সাঈদ এর উদ্যোগে উপজেলার বন্দগোয়ালিয়া গ্রামে ৩শ হত-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার বিকালে খেরুয়াজানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জমান লেবু। বিশেষ অতিথি ও অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জ, যুব নেতা মিঠুন, ওবাইদুল টুটুল, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমূখ।

আয়োজক সাঈদ উজ-জামান সাঈদ জানান, আমার জন্ম ভিটার মানুষের উন্নয়নে পূর্ব পুরুষেরা সবসময় পাশে ছিলো। আমিও সবার সাথে থাকতে চাই, কাজ করতে চাই। আর তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আজকে এ আয়োজন।