স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চেষ্টা নাম সংগঠন। রোববার দুপুরে নগরীর কেওয়াটখালী ব্রীজ মোড় এলাকায় অন্বেষণ ক্রীড়া চক্র আয়োজন করে। চেষ্টার সভাপতি লায়লা হারুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গুলশান নাজনীন চৌধুরী, অর্থ সচিব শারমিন খানম,সদস্য শাহানাজ মান্নানসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়ে বক্তারা বলেন ৭১ এর বীর কন্যা এবং অসহায় মানুষের জন্য চেষ্টার নিয়মিত প্রজেক্ট। আমরা সারা বাংলাদেশে নিজস্ব অর্থায়নে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছি।বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে চেষ্টা অবদান রেখে আসছে।আপনারাও সমাজের অবহেলিত মানুষের পার্শে দাড়ান তাহলে কিছুটা হলেও তাদের উপকারে আসবে। তাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন। তাদের ছোট করে দেখার কোন সুযোগ নেই। আমরা আছি তাদের পার্শ্বে।
তাই শহর থেকে গ্রামে ছুটে আসছি।আমাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন উপকরন তাদেরকে উপহার হিসাবে দিয়ে আসছি।আজ ধোবাউড়া উপজেলাশ বীরাঙ্গনা রাজিয়া বেগম কমলাকে ঘর উপহার দেওয়ার জন্য আসছি।