বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলা মধ্য বাজার এলাকার মেজর জেনারেল কবীর আহমদ এর মা রহিমা খানম ৯ ফেব্রুয়ারী রবিবার সকাল ৯.১০ ঘটিকায় মারা গেছেন।
বিকাল ৫.১৫ ঘটিকা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি প্রয়াত বারহাট্টা উপজেলা হুজরা বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমাদ এর স্ত্রী।
রহিমা খানম বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি মনসুর আহমাদ মহিলা কলেজের দাতা ও সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
সংসার জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী। বড় ছেলে মেজর জেনারেল কবীর আহমদ। এছাড়াও তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বারহাট্টা সি কে পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এই সময় নেত্রকোনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান সকলের কাছে মরহুমার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।