স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাসিরাবাদ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নাসিবাদ কলেজের গভর্ণিং বডির সভাপতি ও মহানগর বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী। পিঠা উৎসব অনুষ্ঠানে আহবায়ক সহকারী অধ্যাপক একেএম শফিকুল ইসলাম সহ নাসিরাবাদ কলেজের সাবেক জিএস পারভেজ মিন্টু, শিক্ষক সৌরভ, ছাত্রনেতা শামীম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিরাবাদ কলেজের প্রভাষক হাসিনা জাহান। পিঠা উৎসব অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।