মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি রৌপ্যকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মোহনগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন সহকারী কমিশনার ( ভূমি ) এম এ কাদের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক সেলিম কাণায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, বিএনপি নেতা ও সাবেক মেয়র মাহবুবুর নবী শেখ, সৈয়দ আকিক, এস দোহা, গোলাম কিবরিয়া শামীম প্রমুখ।
সততা ইয়ংস্টার বনাম মোহনগঞ্জ ইউনাইটেড ফুটবল টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় । প্রথম রাউন্ডে চারটি গ্রুপে বারোটি দল অংশগ্রহণ করবে। ৬-১ গোলে সততা ইয়ংস্টার নরুল্লাচর বারহাট্টা জয়ী হয়। খেলার আয়োজনে যারা ছিলেন তারা হলেন, উজ্জল, মানিক, কামরুল, শিবলী, মিলন, আলী মুসা জয়, আব্দুল আল মামুন, ফুল মিয়া, জুয়েল কাণায়েন প্রমুখ।