হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ইসলামী ব্যাংক পিএলসি হালুয়াঘাট উপশাখা থেকে ব্যাংকের এ্যাসিস্টেন্ট অফিসার (ক্যাশ) শাহিনুল ইসলাম শাকিল(২৭) এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জালিয়াতি করে ৩৬ লাখ ৪ হাজার ৮১১ টাকা অনলাইনে স্থানান্তর করে ও ব্যাংকে জমাকৃত নগদ আরো ১ লক্ষ ৫৬ হাজার ৭৫ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিনুল ইসলাম শাকিল চট্রগ্রাম জেলার পটিয়া পৌর শহরের ওখাড়া কাগজিপাড়া এলাকার মো. নজরুল ইসলামের পুত্র। সে ২০২৪ সালের ৪ আগষ্ট এ্যাসিস্টেন্ট অফিসার (ক্যাশ) হিসেবে ব্যাংকের হালুয়াঘাট উপশাখায় যোগদান করেন।

এ ঘটনায় বাদী হয়ে ব্যাংকের ইনচার্জ মো. সাইফুল ইসলাম হালুয়াঘাট থানায় শাকিলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনকে আসামী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের কার্যক্রম চলাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে ব্যাংকটির ক্যাশিয়ার শাহিনুল ইসলাম শাকিল নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩টি ব্যাংক ভাউচারের মাধ্যমে ভিন্ন ভিন্ন গ্রাহকের রূপ ধারণ করে ব্যাংকের কম্পিউটার দিয়ে ১৮ লক্ষ ১৯ হাজার ৮শত টাকা অনলাইনে স্থানান্তর করেন। পরদিন ১৭ ফেব্রুয়ারি একই কৌশলে ১৭ লক্ষ ৮৫ হাজার ১১ টাকা স্থানান্তর করেন। পাশাপাশি ব্যাংকে জমাকৃত নগদ আরো ১ লক্ষ ৫৬ হাজার ৭৫ টাকা আত্মসাৎ করেন। এভাবে তিনি মোট ৩৭ লাখ ৬০ হাজার ৮ শত ৮৬ টাকা আত্মসাৎ করেন। প্রতিদিনের পর্যালোচনার সময় লেনদেনের হিসাব না মেলায় বিষয়টি বেড়িয়ে আসে।

এ বিষয়ে ব্যাংকটির উপ শাখার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জানার পরই উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শাকিল এর বিরুদ্ধে মামলা করেছি।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ এর ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি জানতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছি।