নালিতাবাড়ী প্রতিনিধি: মাঠে মাঠে উল্লাস খেলাধূলা বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল, ছাত্রনেতা ইউসুফ আলীসহ অন্যান্যরা।

প্রীতি ফুটবল ম্যাচে সামিউল হক স্পোর্টস একাডেমি ও শাকিব ফুটবল একাডেমি শেরপুর অংশগ্রহণ করে। এতে সামিউল হক স্পোর্টস একাডেমি ১-০ গোলে শাকিব ফুটবল একাডেমি শেরপুরকে হারিয়ে জয়ী হয়।