নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আরাফাত রহমান কোকো নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাইজিং রাজনগর ক্লাবের আয়োজনে ওই নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রভাষক তাহেরুল ইসলাম, বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ছাত্রনেতা ইউসুফ আলীসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাইজিং রাজনগর ক্লাবের সভাপতি ও শেরপুর জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম।