তারাকান্দা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঢাকিরকান্দা একাদশ ও তারাকান্দা একাদশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোমবার বিকেলে ঢাকিরকান্দা স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন বালিখাঁ ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. আব্দুল কাদির,যুগ্ম আহবায়ক চানু মিয়া,মাওলানা মোবারক হোসেন, আমিনুল হক সরকার ও রায়হান মেম্বার, তারাকান্দা উপজেলা ছাত্রদলে সদস্য মোবারক খান, জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করেন।