নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম ৯ দিন পর বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল আটটা থেকে খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা ছাত্রাবাসগুলো। তবে পাঠদান কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষের উত্তেজনার জেরে ১৮ ফেব্রুয়ারি কলেজের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানান, ‘সামান্য বিষয় নিয়ে ভুল–বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়ে কলেজ ও ছাত্রাবাস বন্ধ ছিল। আমরা চাই না এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি আর তৈরি হোক। আমরা ক্যাম্পাসে ফিরছি, শান্তিপূর্ণভাবে শিক্ষাজীবন শেষ করতে চাই।
কলেজ সূত্র জানায়, নগরের রহমতপুর বাইপাস এলাকায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি বিভাগে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছেন। এখানে ছাত্রাবাস আছে তিনটি।
কলেজ সূত্র আরও জানায়, ১৯ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। ১৭ ফেব্রুয়ারির ঘটনায় ১৮ ফেব্রুয়ারি একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সভায় পুরো ঘটনা ও অভিযোগের বিষয় তদন্তে জেনারেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সেই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ২০ ফেব্রুয়ারি সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি কলেজের প্রশাসনিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং আরও ৫ শিক্ষার্থীর কাছে মুচলেকা চাওয়া হয়েছে।