হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৬০ পিস এলসিডি মোবাইল ডিসপ্লেসহ মো. হানিফ (১৯) নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ। হানিফ উপজেলার উত্তর আকনপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র।
শুক্রবার (০৭ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম গোবরাকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৩টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে এ সকল এলসিডি মোবাইল ডিসপ্লে গুলোসহ হানিফকে আটক করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, আমরা হালুয়াঘাট থানায় এ বিষয়ে একটি মামলা দিয়ে আসামীকে আদালতে প্রেরণ করেছি। চোরাকারবারীদের যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।