কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাড়িচাপায় আসলাম প্রামাণিক (৬৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচরের দাড়িয়াকান্দি-কান্দিগ্রাম গণকখালী ব্রিজ সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসলাম প্রামানিক পেশায় একজন নির্মান শ্রমিক। তিনি নাটোরের বড়াইগ্রামের লাতুরিয়া গ্রামের মৃত শওকত প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি-কান্দিগ্রাম-গণকখালি ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক সংস্কারের কাজ করছিলেন কয়কজন শ্রমিক। কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী সিমেন্টবোঝাই একটি গাড়ি ব্রিজের কাছে আসলে শ্রমিকরা গাড়িটিকে সিগন্যাল দেয়। চালক ঘুমিয়ে থাকায় সিগন্যাল না দেখে গাড়িটি নির্মাণ শ্রমিকের ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক আসলাম প্রামানিক নিহত হন। পরে স্থানীয়রা চালকসহ গাড়িটিকে আটক করে ভৈরব হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

চালক রজব আলী (৩০) গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, কীভাবে ঘটনা ঘটেছে বুঝতে পারিনি।

ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।