কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার সংলগ্ন সরকারি সেতুর পানি প্রবাহের পথ দখল করে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদার কাজ চালিয়ে যাচ্ছে। দখল এতটাই বিপজ্জনক যে বর্ষার সময় প্রবল স্রোতে সেতুটির ক্ষতি হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়তে পারে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিবছর বর্ষার সময় পানি বাড়লে বিপাকে পড়ি। এবার যদি এই দখলদারি না সরানো হয়, তাহলে পুরো বাজারই প্লাবিত হতে পারে।
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, যদি দ্রুত দখল উচ্ছেদ না করা হয়, তবে বর্ষার আগেই বড় বিপদ নেমে আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে, যাতে বর্ষা মৌসুমে কোনো বড় বিপর্যয় সৃষ্টি না হয়।