ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার (০৯ মার্চ) সকাল সাতটার দিকে ভালুকা সরকারি কলেজ এলাকায় এবং শনিবার (৮মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন,ত্রিশাল গুজিয়ামের ইয়াহিয়ার ছেলে পথচারী আল আমিন (২৫) এবং ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের উমান প্রবাসী সুরুজ মিয়ার ছেলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম (২০)।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিরবার (০৮ মার্চ) সন্ধ্যায় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিন বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম। পরে ভালুকার মল্লিকবাড়ি মোড় এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আগামী ১৩মার্চ উমান যাওয়ার কথা ছিল উবায়দুল ইসলামের।
অপরদিকে, রোববার (০৯ মার্চ) সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় মাহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন।ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।