গৌরীপুর প্রতিনিধি : সুলভমূল্যে ডিম দুধ পেয়ে খুশি হলেও গরুর মাংসের দামে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের দাবি পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় গরুর মাংস ৬৫০ টাকা হলেও এখানে ৬৯০ টাকা করে রাখা হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে স্বল্প আয়ের মানুষের জন্য ময়মনসিংহের গৌরীপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সুলভ মূল্যের এই হাটের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
এসময় তিনি বলেন, অন্যান্য দেশে আমরা দেখি যে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবের সময় ব্যবসায়ীরা স্বল্পমূল্যে পণ্য ও সেবা দিতে চেষ্টা করেন কিন্তু আমাদের দেশে দেখা যায় ভিন্ন চিত্র। কখনো কখনো অহেতুক দাম কিছুটা বেড়ে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এই পবিত্র মাসে নৈতিকতার বিষয়েও আমাদের ভাবা উচিত।
এ লক্ষ্যেই গৌরীপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যের হাটের উদ্বোধন করা হয়েছে। এখানে প্রতি কেজি গরুর মাংস ৬৯০ টাকা, ডিমের হালি ৩৫ টাকা ও দুধ ৭০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনের পরপরই সুলভ মূল্যের হাট থেকে পণ্য ক্রয় করতে স্বল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ভিড় করেন। তবে দুধ ও ডিমের দাম নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করলেও গরুর মাংসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
তাদের অভিযোগ, ‘ময়মনসিংহ শহর ও আশেপাশের উপজেলায় সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্ত আমাদের গৌরীপুরের সুলভ মূল্যের হাটে এক কেজি গরুর মাংসের দাম ৬৯০ টাকা রাখা হচ্ছে।
সুলভ মূল্যের হাটে পণ্য ক্রয় করতে আসা জেসমিন আক্তার বলেন, ৭০ টাকা লিটার দুধ ও ৩৫ টাকায় এক হালি ডিম কিনতে পেরে আমরা খুশি। তবে গরুর মাংসের দাম কিছুটা বেশি। কারণ পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমাদের দাবি এই হাটে যেন গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
পৌর শহরের বাসিন্দা কাজী আব্দুল্লাহ আল-আমিন বলেন, ‘সুলভ মূল্যের এই হাট সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই থেকে তিন দিন চালু রাখলে সাধারণ মানুষ উপকৃত হবে। রমজানে যেহেতু দুধের চাহিদা বেশি, তাই এক লিটারের পরিবর্তে দুই বা তার বেশি পরিমাণ দিলে ভালো হয়।
উপজেলা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আলীম উদ্দিন বলেন, সুলভ মূল্যের এই হাটে গরুর মাংস ৬৯০ টাকা কেজি, এক হালি ডিম ৩৫ টাকা ও ১ কেজি দুধ ৭০ টাকায় বিক্রি করছি। স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করেই আমাদের উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তার আন্তরিকতায় আমরা হাটটি চালু করতে পেরেছি। এতে আমাদের ভুর্তকী দিতে হচ্ছে। এই ভুর্তকী আমরা ডেইরী ফার্মাস এসোশিয়েশনের সদস্যরা দিচ্ছি। আমাদের লক্ষ্যই হচ্ছে স্বল্প মূল্যে সবাই যাতে মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারে।
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন বলেন, অন্যান্য উপজেলায় সুলভ মূল্যের হাটে ভর্তুকি দিয়ে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কোন ভর্তুকি দিচ্ছি না। খামারিরা যেন লাভবান হয় সেজন্য গরুর মাংস ৬৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।