বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ বলেছেন, নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ডে আমাদের জামায়াতে ইসলামীর একজন মেম্বার প্রার্থীও থাকবে। এখন থেকে প্রতিটি কর্মীকে মানোন্নয়ন ও দলকে জানার জন্য বেশি করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (১০ মার্চ) বারহাট্টা মধ্য বাজার এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব এসব কথা বলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সাবেক আমীর ও নেত্রকোনা-২ আসনের সাংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়তের সেক্রেটারি বদরুল আমীন, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুর রউফ বারহাট্টা উপজেলা সেক্রেটারি আব্দুল বাছির খানসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দলের কর্মী সহযোগীগণ উপস্থিত ছিলেন।