নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ভোগাইপাড়, ছয়ানীপাড়া ও গোবিন্দনগর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত ভোগাইপাড়, ছয়ানীপাড়া ও গোবিন্দনগর এলাকায় নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার গোবিন্দনগর গ্রামের ইউসুফ আলীর পুত্র আবু সাঈদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া ২০টি মিনি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে। বালু উত্তোলনের ১০ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয়েছে এবং ১ টি মোটরসাইকেল জব্দ, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। এই অভিযানে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।