কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকার অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (১০ মার্চ) দুপুরে দ্বীন ইসলাম তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। গত শনিবার রাত ১০টার দিকে মেয়েটি ঘরের বাইরে বের হয়। এ সময় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা দ্বীন ইসলাম তোফাজ্জল মেয়েটিকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে ধর্ষণ করে। এরপর গভীর রাতে মেয়েটি বাড়িতে ফিরে স্বজনদের এ ঘটনা জানায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকা থেকে দ্বীন ইসলাম তোফাজ্জলকে আটক করে। এ ব্যাপারে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।