নিজস্ব সংবাদদাতা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড.এম এ হান্নান খান পবিত্র মাহে রমজান মাসে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন।

তিনি পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনের ন্যায় সোমবার (১০ মার্চ) বিকালে ময়মনসিংহ নগরীর র‌্যলীর মোড়, ও পার্শ্ববর্তী এলাকাসমূহে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণকালে ছিলেন,ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রনেতা ফরহাদ ভূইয়া, শাওন, ও শিশিরসহ প্রমুখ।

জানা যায়, আন্দোলন সংগ্রামে অগ্রগামী বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পবিত্র মাহে রমজান মাসে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়ে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড.এম এ হান্নান খান।