ধোবাউড়া সংবাদদাতা : ময়মনসিংহের ধোবাউড়ায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার দুপুরে নবগঠিত কমিটির আহ্বায়ক জিম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,ফরহাদ রব্বানী সুমন, জাকিরুল ইসলাম তালুকদার টুটন, আঃ মোমিন শাহীন, হুমায়ুন কবির সরকার, আঃ ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, আঃ কুদ্দুস, উৎপ্রতর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার প্রমুখ।