নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল পণ্য বিক্রি রোধে বাজার পরিদর্শনে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে নকলা পৌর শহরের বাজার পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন।

বাজার পরিদর্শনে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা, খোলা বাজারে পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য অতিরিক্ত রাখায় কৃষি বিপণন আইনে/২০১৮ এর অধীনে ৩ মামলায় ৩ দোকানীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। পরে বাজার ঘুরে সব দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখতে নির্দেশ দেন তিনি।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু জরিমানা করে সচেতন ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সবসময়ই কাজ করে যাচ্ছে।