নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার খালিয়াজুরীতে পুকুরের পানিতে ডুবে সুনু মিয়া (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন। নিহত সুনু মিয়া উপজেলা সদরের উত্তরহাটি এলাকার ধলাই মিয়ার ছেলে।

এ বিষয়ে ওসি মো. মকবুল হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি।

সেদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। বুধবার সোয়া ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুনু মিয়া অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।