গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর মাওহা ইউনিয়নে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় সারাক্ষণ ছটপট করছে ছোট্ট শিশুটি। জীবন কি তা জানার আগেই বিভীষিকাময় ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। অসহায় বাবা-মা চোখের অশ্রু ফেলছেন সারাক্ষণ। ভয় আর আতংকে নীল হয়ে আছে শিশুটির চেহারা।

গত ৬ মার্চ (বৃহস্পতিবার) দাদা কর্তৃক বাড়ির পাশে ধর্ষিত হয়েছে শিশুটি, এ ঘটনায় শিশুটির বাবা মোঃ রাজিব মিয়া (৩২) বাদী হয়ে বুধবার (১২ মার্চ) দুপুরে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬, তারিখ: ১২.০৩.২৫ ইং। এ ঘটনায় ধর্ষক সিদ্দিক মিয়াকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে গৌরীপুর থানার পুলিশ। সে উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা নুনাপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর বেলা শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এসময় তাঁর দাদা (বাবার চাচা) মোঃ সিদ্দিক মিয়া (৫৫) তাকে বলে, লাউ ক্ষেতে চল তোকে নতুন খেলা শিখাব। শিশুটিকে সেখানে নিয়ে ধর্ষণ করে সে। শিশুটির আত্মচিৎকার শোনে তার মা ও দাদী ছুটে আসলে সিদ্দিক মিয়া পালিয়ে যায়।

শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়া যায় পরিবার।

ঘটনাটি ধামাচাপা দিতে গত ৯ মার্চ সকাল ১০ টায় এলাকার স্থানীয় লোকজন সালিশ-দরবারের আয়োজন করে। এদিকে ভিকটিমের পরিবারকে হুমকি দিতে থাকে ধর্ষক সিদ্দিক। এদিকে দিন দিন শিশুটির অবস্থার অবনতি হলে গত রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন আছে।

ঘটনাটাস্থল উপজেলার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিষয়টি এতোদিন গোপন থাকে। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। এদিন দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন- শিশু ধর্ষণের ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।