বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বোবা অন্ধ অসহায় একটি পরিবারের পোস্ট দেখে ১২ মার্চ বুধবার বিকালে হাট-বাজার করে অসহায় পরিবারের বাড়িতে হাজির হয়েছে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের সদস্যরা।

১১ মার্চ সংবাদ মাধ্যমে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মৃত নয়াব আলীর বোবা ও অন্ধ মেয়ে জ্যোস্না আক্তার কে নিয়ে একটি নিউজ করা হয়। সেই নিউজে জ্যোস্না আক্তারের মা মালেকা আক্তারের বোবা মেয়েটিকে নিয়ে কষ্টে দিনাতিপাত করার বিষয় টি ফুটে ওঠে। এর পর ক্বওমী ব্লাড ডোনার পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান সাহেবের নির্দেশে চাল,ডাল,তেল,চিনি, লবন ইত্যাদি বস্তা ভর্তি করে অন্ধের হাতে তুলে দিয়েছে ব্লাড ডোনার পরিষদের নেত্রকোনা জেলার সভাপতি রোমান শেখ, সিনিয়র সহ সভাপতি দ্বীন মোহাম্মদ শিপন,প্রচার সম্পাদক হাফেজ মারুফ। এই সময় ব্লাড ডোনার পরিষদের উপদেষ্টা আতিকুর রহমান নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান বলেন,আমরা রমজান মাসে এই নিয়ে পাঁচ টি পরিবার কে সহযোগিতা করেছি। এমন আরও পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মুলত আমাদের প্রতিষ্ঠানটি ব্লাড নিয়ে কাজ করে। পাশাপাশি অসহায়, দরিদ্র মাদ্রাসার ছাত্র ও বিনাচিকিৎসায় যারা থাকে তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

আমাদের বারহাট্টায় প্রধান কার্যালয় আটপাড়া মোড়ে অবস্থিত। এছাড়াও নেত্রকোনা ও সিলেটে আমাদের ক্বওমী ব্লাড ডোনার পরিষদের শাখা রয়েছে। এই পর্যন্ত আমারা বিনা পয়সায় ৬ হাজারে উপরে মানুষের ব্লাড টেষ্ট করিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের খরচে ২ জন হাফেজ বানিয়েছি।