কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় আসন্ন ঈদে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপর জোর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান, প্রসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নওপাড়া হাইস্কুলের অবঃ শিক্ষক মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক কোহিনূর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
আসন্ন ঈদে যানজট, অতিরিক্ত ভাড়া, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি জন নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনি, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সারোয়ার জাহান কাওছার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কামরুল হাসান, উপজেলা আনসার ভিডিপি'র প্রশিক্ষিকা সোমা আক্তারসহ সুধীজন।
তাছাড়া সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন ।