নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে অটো চালকের পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম টুটুল আহমেদ (২৫)। সে ভাটিদাপুনিয়া গ্রামের মৃত আইউন আলীর ছেলে। চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহত টুটুলের স্বজনরা জানান, বুধবার পরিবারের সঙ্গে ইফতার শেষে অটোরিকশা নিয়ে বের হন টুটুল। রাত ১০টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল ৯টার দিকে উত্তর দাপুনিয়া এলাকায় লাশ পাওয়ার খবরে গিয়ে দেখেন তাঁর টুটলের মরদেহ পড়ে আছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।