ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উঁচু ভিটার মাটিকাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলায় ২জন আহত হয়েছেন। প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ মার্চ) ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ ক্ষতিগ্রস্ত পরিবারটি সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বিরুনীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় সাবেক মেম্বার মকবুল হোসেন অভিযোগ করেন, মাহমুদপুর গ্রামের পৈতৃক উঁচু ভূমিতে বাগান এবং ফসলী জমি রয়েছে। ওই উঁচু ভিটার মাটি কেটে নেওয়ার জন্য অনুপ্রবেশকারী বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগান ও তার সহযোগী জন এর নেতৃত্বে প্রস্তাব দেয়। কিন্তু আমাদের পরিবারের পক্ষ থেকে ওই ভিটার মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে কয়েকদিন যাবৎ রিগান এবং জনের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ৬ মার্চ রাত ১০টায় আমার ভাগ্নি জামাই মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন এবং ভিডিও ধারণ করেন। ৮মার্চ রাতে রিগান ও জন সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু দিয়ে মাটি কাটতে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা করে। হামলায় মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার (৬২) আহত হন।

মনিরুজ্জামানকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করলে রিগান তার দল-বল নিয়ে রোগীর উপর হামলা করে এবং ভর্তির কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে।

এ সময় উপস্থিত ছিলেন, বিরুনীয়া মহিলা কলেজের শিক্ষক হোসাইন আহম্মেদ সায়েদ আলম, মাহমুদা আক্তার, আশরাফুল ইসলাম, শেখ ফরিদ, শেখ তসলিম ও নিরব প্রমুখ।

আশিকুর রহমান রেগানকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে পরে ফোন করছি বলে ফোন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।