বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলা কৈলাটি এফ ইউ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন খান মারা গেছেন। ১৮ মার্চ বিকেলে তিনি কৈলাটি নিজ গ্রামে মারা যান। বুধবার কৈলাটি ফাজিল মাদরাসার মাঠে সকাল ১১ ঘটিকায় জানাযার নামাজ শেষ করে নিজ গ্রামেই দাফন সম্পন্ন হয় পরিশ্রমী এই মাওলানার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি এক ছেলে ও নয় মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৩ সালে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামে ফাজিল মাদ্রাসাটি স্থাপিত হয়। পরবর্তীতে আশির দশকে ঘূর্ণিঝড়ে প্রতিষ্ঠানের স্থাপনাগুলো লন্ডভন্ড হয়ে যায়। এই সময় কর্তব্যরত অন্যান্যরা নিরাশ হয়ে গেলেও হাল ছাড়েনি এই মাওলানা। তার সাহসী প্রচেষ্টায় পরবর্তীতে প্রতিষ্ঠান টির গতি আরও বৃদ্ধি পেতে শুরু করে।

স্থানীয়রা বলেন, মাওলানা হেলাল উদ্দিন খান এর অক্লান্ত পরিশ্রমেই আজকের এই এতো বড় প্রতিষ্ঠান। তিনি এক সময় এলাকায় ঘুরে ঘুরে মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখে ছিলেন। মাওলানা হেলান উদ্দিন ১৯৭৯ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়ে ২০০৮ সালে অবসর গ্রহণ করেন।