ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানায় ধর্ষণের সাজা প্রাপ্ত যাবজ্জীবন আসামি ঝিনাইগাতী থানা পুলিশ আটক হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরিয়ম নগর থেকে বুধবার বিকেলে ৩ ঘটিকার সময় উপেন্দ্র চিরাণের ছেলে ইষ্টেবেন মারাক কে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে ২০২০ সালে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমণ ট্রাইবুনাল আদালত ধর্ষণের দায়ে মারাককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।
এ ব্যাপারে ওসি আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে হস্তাতর করা হবে।