কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত দুই দিন যাবত নিখোঁজ রয়েছে মোঃ নূরুল আমিন নূরু (৪০) নামে এক ব্যক্তি।

পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে নূরুল আমিন নূরুকে গুম করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপরে সরেজমিনে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের উত্তর পাড়ায় ভুক্তভোগীর পরিবারে সাথে কথা হলে অভিযোগ করেন তারা।

নূরুল আমিন এর স্ত্রী ডেইজি আক্তার বলেন, দীর্ঘদিন যাবত একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ নিলু গংদের লোকজনের সাথে তার স্বামীর বিরোধ ছিলো। এরা আমার স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলো।

তিনি আরো বলেন, গত সোমবার (১৭ মার্চ) গভীর রাতে প্রতিবেশী মোঃ সিদ্দিক ভূঞার ছেলে রবিকুল ইসলাম আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে আর খুঁজে পাচ্ছি না।

তিনি আরো বলেন, নূরুকে ডেকে নিয়ে যাওয়া রবিকুল গা ঢাকা দেওয়ায় সন্দেহের জন্ম দিয়েছে।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গত ১৮ মার্চ নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় একটি জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।