স্টাফ রিপোর্টার : দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার বুধবার (১৯ মার্চ) ভোর রাতে আকস্মিক ভাবে শ^াসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হন।
পরে অবস্থা গুরুতর হওয়ায় সকাল ৯ টায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ দ্রুত চিকিৎসা শুরু করেন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বেলা প্রায় সাড়ে ৩টায় তাঁকে এয়ার এম্বোলেন্স যোগে প্রথমে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসকের পরামর্শ মতে তাঁকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রী জগদীশ চন্দ্র সরকারের দ্রুত সুস্থতা কামনায় তারঁ পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।