দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে চন্ডিগড় মানবকল্যানকামী অনাথালয়ের আয়োজনে বিশ্ববান্ধব কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনাথালয় চত্বরে জেলার বিভিন্ন অঞ্চলের কবিদের অংশগ্রহনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। এতে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুন। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন তালুকদার, কবি আবুল বাশার,কবি লোকান্ত শাওন,কবি জীবন চক্রবর্তী, কবি কাজল তালুকদার, কবি আরিয়ান সিদ্দিক, নয়নযোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, অনাথালয়ের সভাপতি সুবল দে, মিলটন দেবনাথসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

সম্মেলন শেষে বরাবরের মতো এবারও অনাথালয়ের পক্ষ থেকে অনাথ বন্ধু সম্মাননা দেয়া হয়েছে। এবার অনাথবন্ধু সম্মাননাপ্রাপ্ত হয়েছেন-শিক্ষা বিভাগে সুরৎ চন্দ্র দে, মুক্তিযুদ্ধ বিভাগে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, সমাজসেবা বিভাগে পথ পাঠাগার, সাংবাদিকতায় তোবারক হোসেন খোকন, সাহিত্যে অবদানে কবি তানভীর জাহান চৌধুরী ও রাকিবুল ইসলাম সৌমিক। শেষে রাতে অনাথ আশ্রমের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।