নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরে নালিতাবাড়ীতে ধান খেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক জিআই তারের বেড়ায় জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০ টার দিকে দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুরা লাল নেংগড় এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় ধান খেতের মালিক কৃষক জিয়াউল হককে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াউল হক নালিতাবাড়ীর সমশ্চুরা গ্রামের মৃত ময়েজ উদ্দিন ছেলে।

জানা যায়, নালিতাবাড়ী সীমান্তে কয়েকদিন যাবত বন্যহাতির একটি দল ধান খেতে তান্ডব চালিয়ে আসছিলো। এজন্য কৃষক জিয়াউল হক তাঁর ধান খেত রক্ষার জন্য জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন।

গতকাল ২০ মার্চ রাতে সমশ্চুরায় বন্যহাতির দল কৃষক জিয়াউলের বোরো ধানখেতে খাবারের সন্ধানে আসে। এক পর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, জিয়াউল হক নামে এক কৃষক ধানখেত বাঁচাতে জিআই তারে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করেছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।