রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া গ্রামে ১৮ বছর বয়েসী আরেক যুবকের শরীরে করোনা উপসর্গ পাওয়া গেছে। তাকে নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়েন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, করোনায় আক্রান্ত যুবক গত ২৪ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। ২৭ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১লা মে তার শরীরে করোনা প্রজেটিভ বলে জানা গেলে তাকে হোম কোয়েন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।