কবীর উদ্দিন সরকার হারুন অতিথি প্রতিবেদক : শনিবার গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহবুবুর রহমান দুলাল করোনা মহামারীতে ওয়ার্ডবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে।মহামারীর কারণে বেকার হয়ে পরা গোহাইলকান্দি, সানকিপাড়া, তিনকনা পুকুর পাড়, জামতলা ও মীরবাড়ীসহ ৪ নং ওয়ার্ড এলাকার হতদরিদ্র রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি,অটো রিক্সা ভ্যান গাড়ি চালক এবং হকার শ্রেণীর খেটে খাওয়া জনগোষ্ঠীর ,৬০০ টি পরিবারকে সিটি কর্পোরেশন ও কাউন্সিলর এর উদ্যোগে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল ও ২০ টাকা প্রদান করা হয়। বিতরণ কেন্দ্রে করোনা ভাইরাস ছড়ানো বিষয়ক সচেতনতা মূলক বক্তব্যের পাশাপাশি হ্যান্ডরাব ও মাক্স বিতরণ করে।

তিনি নিজে উপস্থিত থেকে এলাকার স্বেচ্ছাসেবীদের সাহায্যে পাড়া মহল্লার ঘরে ঘরে তালিকা তৈরি করেন। তালিকাভুক্ত পরিবারগুলির হাতে বিতরণকৃত স্লিপ ও মাস্টার রুলের বিপরীতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কাজে স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম করতে দেখা যায়।ও বিতরণ কাজে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজে সহায়তা করে।কাউন্সিলর ত্রাণ সামগ্রী গ্রহীতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বার বার সাবান দিয়ে হাত ধোয়া ও বেশি বেশি করে তাকিদ দেন। জানা গেছে করোনা মহামারীর শুরু থেকেই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রায় প্রতিদিনই বিভিন্ন সাহায্য সংস্থা, সিটি কর্পোরেশন এবং ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের ভিন্ন শ্রেণীপেশার জনগণকে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হাত ধোয়ার পানির ড্রাম এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন । করোনাভীত ক্ষুধাপীড়িত পুরুষ-মহিলারা পৃথক লাইনে শারীরিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃংখলভাবে ত্রাণ সামগ্রী গ্রহণ করে। এ সময় ভুক্তভোগীদের বলতে শোনা যায় ওয়ার্ড কাউন্সিলর দুলাল ভাই শুধু ভোটের সময় নয় বিপদে-আপদে এমনকি করোনা মহামারীতেও আমাদের পাশে রয়েছেন।