গোলাম রব্বানী টিটু : শেরপুর জেলা সহ উপজপলা পর্যায়ে আজ বুধবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ স্লোগান সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন, ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবল বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুর-এর উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ও বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা সহ অনেকেই।
এ সময় জেলা প্রশাসক প্রধান অতিথি বলেন, কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়—এটি একটি মানবিক অঙ্গীকার।
আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, প্রতিটি কন্যাশিশু যেন সাহস, শিক্ষা ও সুরক্ষার আলোয় বেড়ে ওঠে, সেই পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করবো। অপর দিকে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে জাতীয় কন্যা ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও এক বর্ণঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।