ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় সাত বছর পর সাতারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে দ্রুত নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মোঃ ফয়জুর রহমান ফকির। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফিরুজ মির্ধা (গ্রাম-বাঘরা), মোঃ শফিকুল ইসলাম (গ্রাম-বলরামপুর), মোঃ মোস্তফা (গ্রাম-ভূট্রা) ও মোঃ আবুল কালাম (গ্রাম-পূর্ব দর্শা)।
পরে সভায় উপস্থিত সদস্যরা নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।