নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনা সরকারি কলেজ চত্বর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ছাত্রদল নেতা আমিরুল ইসলাম। তাঁর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেন সদ্য বিলুপ্ত কলেজ ছাত্রদল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী আমিরুল ইসলাম। চলে বিকাল পর্যন্ত।

অভিযানে কলেজের প্রধান ফটক, একাডেমিক ভবনের সামনে ও আশপাশের এলাকা পরিস্কার করা হয়।

নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আমিরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার দিক থেকেও শিক্ষার্থীদের উদাহরণ হতে হবে। ছাত্রদল সবসময় ইতিবাচক ও সামাজিক কার্যক্রমে বিশ্বাস করে।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা সাঈদ, রাকিব, মনির, হাবিব, বায়জিদ, সাহাবী, সজীব, সিয়াম, সেলিম, ইমরুল, ইমন, রাজু, সাইফুল্লাহসহ সংগঠনের আরও অনেকে।

অভিযানের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কলেজ চত্বরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।