করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইউনিসেফ।

তবে বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। তারা কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।

সাবান,পানি অথবা জীবানুনাশক জেল দিয়ে বারবার হাত দুয়ে নিই, টিসু দিয়ে হাচিঁ কাশি ধরে ফেলুন ,আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখুন, হাত না ধুয়ে চোখে মুখে নাকে ষ্পর্শ করবেন না।

সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং সরকারী সিদ্ধান্তে মসজিদে ঈদের নামাজ পড়ুন এবং পবিত্র ঈদুল ফিতর উপভোগ করুন।

( আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,

চেয়ারম্যান,

জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ (প্রাঃ) লিমিটেড

প্রধান কার্যালয় ঢাকলহাটি শেরপুর টাউন শেরপুর

ফোন-০১৮২৩০২৩৮৩৮/০১৮২২৮৩৮৩৮৩)